মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সুদানের দক্ষিণ দারফুর প্রদেশে উপজাতিদের মধ্যে জাতিগত সহিংসতায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। বুধবার সুদানের মন্ত্রিপরিষদ এ কথা জানায়। এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু। এক বিবৃতিতে বলা হয়, কর্তৃপক্ষ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সংঘর্ষের অবসান হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, ‘দক্ষিণ দারফুরের গভর্নর প্রদেশটির পরিস্থিতির ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন। উপজাতি গোষ্ঠীগুলোর মধ্যে ছড়িয়ে পড়া সংঘর্ষে ৩০ জন নিহত হয়েছেন।’ গবাদিপশুকে কেন্দ্র করে আল-রাজিকাত (আরব) ও আল-ফালাতা (আফ্রিকান) জাতির মধ্যে এ রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়ে। নাম প্রকাশ না করার শর্তে ওই স‚ত্র আরও জানায়, রাতে প্রাথমিক সংঘর্ষে ৯ জন নিহত হয়। বুধবার সকালে ফের সংঘর্ষে আরও ২১ জন প্রাণ হারায়। পরে রাতে সংঘর্ষ থেমে গেলেও সেখানে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আনাদোলু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।