Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ ঘণ্টায় প্রায় ১১২ কোটি টাকার মদ বিক্রি প.বঙ্গে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০২০, ১২:০৩ এএম

লকডাউন শিথিল করার পরই ভারতের পশ্চিমবঙ্গে রেকর্ড পরিমাণে বিক্রি হল মদ। প্রদেশটিতে মাত্র ১০ ঘণ্টায় প্রায় ১১২ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বেলা ১২টা থেকে সাত ঘণ্টায় বিক্রি হয়েছে প্রায় ৭৩ কোটি টাকার মদ। রাজ্যটিতে মদ বিক্রি শুরু হয়েছিল সোমবার বিকেল তিনটা থেকে। খবরে বলা হয়েছে, রাজ্যে দেশি ও বিদেশি মদ উভয় ক্ষেত্রেই গড়ে বিক্রি হয়েছে ৪৪-৪৯ কোটি টাকার মদ। দেশটির ব্যবসায়ীদের দাবি, সোমবার পূর্ণ সময় দোকান খোলা হলে দুদিনে ১৪০ কোটি টাকার ব্যবসা ছাড়িয়ে যেত। শীর্ষ এক মদ ব্যবসায়ী বলেন , মঙ্গলবার রাজ্যের ২,৫০০ মদের দোকানের মধ্যে প্রায় ১৭০০-১৮০০টি খুলেছে। দেরিতে নির্দেশ আসায় কনটেনমেন্ট জোনে না-থাকা কলকাতা ও হাওড়ার বেশ কিছু দোকান খুলতে পারেনি। তবে তা মঙ্গলবার থেকে খুলে যায়, এবং তার দারুণ চাহিদা ছিল। টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

৭ এপ্রিল, ২০২২
১৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ