মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দেশে করোনা পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় মঙ্গলবার তাজিকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী নাসিম ওলিমজোদাকে বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রপতি ইমোমালি রাহমন স্বাক্ষরিত এক ডিক্রির মাধ্যমে ওলিমজোদাকে তার পদ থেকে সরিয়ে দেয়া হয়। -আল জাজিরা, মিডিলিস্ট পোস্ট, হিন্দুস্তান টাইমস
তিনি ২০১৭ সাল থেকে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। তার পরিবর্তে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে দুশনাবের ইতিকলোল মেডিকেল সেন্টারের ডিরেক্টর জামোলিদ্দিন আব্দুল্লাহজোদাকে। হাসপাতালের প্রশাসনিক দায়িত্ব নেয়ার আগে তিনি সার্জন হিসেবে কাজ করেছেন অনেক বছর।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তাজিকিস্তানে সেনাবাহিনীর সদস্য, রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং তাদের পরিবারের অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন। সে কারণেই চাপের মুখে স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে দেয়া হয়েছে।
বিশ্বের সর্বশেষ যে দুটি দেশে করোনাভাইরাস ছড়িয়েছে তার মধ্যে একটি তাজিকিস্তান। দেশটিতে ৩০ এপ্রিল প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়। এরপর থেকে দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। ৫ দিনের মধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৩০০ হয়েছে। মারা গেছে ৫ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।