Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্থিতিশীল আফগানিস্তান চায় পাকিস্তান-তাজিকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান আফগানিস্তান ইস্যুতে ফোনে কথা বলেছেন। তারা উভয়েই আফগান পরিস্থিতি নিয়ে আলোচনার পর দেশটিতে শান্তি ও স্থিতিশীলতার ওপর জোর দিয়েছেন। আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, শনিবার দেশ দুটির নেতারা আফগান ইস্যুতে ফোনে আলাপ করেন। ওই বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানে টেকসই শান্তি ও স্থিতিশীলতার জন্য পাকিস্তানের প্রচেষ্টার কথা তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমানকে অবগত করেন। বিবৃতিতে আরও বলা হয়, ইমরান খান আফগানিস্তানে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান। আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতার জন্য ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে সম্মত হয়েছেন এ দুই নেতা, বলা হয় বিবৃতিতে। তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান বেশ কয়েক দিন আগে আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের আহবান জানিয়েছিলেন।
টোলো নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান-তাজিকিস্তান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ