গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করোনা নিয়ে সরকারবিরোধী পোস্ট দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা হলেন- লেখক মুশতাক আহমেদ ও কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর।
আজ বুধবার র্যাব-৩ এর অপারেশনস অফিসার এএসপি জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফেসবুকে গুজব ছড়ানো, সরকারবিরোধী পোস্ট দেওয়া, করোনার ত্রাণ বিতরণ নিয়ে নানা পোস্টসহ অনেক অভিযোগে রমনা থানায় দায়ের করা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
এএসপি জাফর জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে মুশতাককে লালমাটিয়ার বাসা থেকে এবং কিশোরকে রমনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এই মামলায় আরও কয়েকজন আসামি রয়েছেন। তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান র্যাব-৩ এর অপারেশনস অফিসার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।