Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে মদের দোকানগুলো খুলতেই হুলুস্থূল, লাঠিচার্জ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০২০, ১২:০৩ এএম

প্রায় ৪০ দিন পর গতকাল মদের দোকান খুলেছে ভারতের অধিকাংশ রাজ্যে। এ কারণে সকাল থেকেই বিভিন্ন মদের দোকানের সামনে দেখা যায় উপচে পড়া ভিড়। হাজারও মানুষ ঠেলাঠেলি করে মদ কিনতে হুলস্থ’ল সৃষ্টি করে। সেই ভিড় সামাল দিতে অনেক এলাকায় পুলিশকে লাঠিচার্জও করতে হয় বলে জানা গেছে। সোমবার থেকে ভারতে মদের দোকানগুলো খুলে দেয়া হলেও সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে লকডাউন চলাকালীন মদের উপর বাড়তি ৩০ শতাংশ কর চাপিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ‘অফ শপ’গুলো মদ বিক্রির জন্য খোলা থাকলেও, বন্ধ থাকছে বসে পান করার বার বা রেস্তোরাঁ। অর্থাৎ দোকানে গিয়ে মদ কিনে বাড়ি ফিরে আসতে হবে। এছাড়াও মদ কিনতে গিয়ে যাতে পারস্পরিক দূরত্বের নিয়ম ভঙ্গ না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে পুলিশকে। কেন্দ্রের এই নির্দেশিকা মেনে গতকাল থেকে দিল্লি, কর্নাটক, আসাম, গোয়ার মতো অধিকাংশ রাজ্যেই খুলেছে মদের দোকান। তবে পাঞ্জাব, কেরালার মতো কয়েকটি রাজ্য মদের দোকান খুলবে না বলে জানিয়েছে। কর্নাটকে সকাল থেকেই দেখা গিয়েছে মদের দোকানের সামনে দীর্ঘ লাইন। একই ছবি দিল্লি, ছত্তীসগড়সহ বিভিন্ন জায়গায়। দীর্ঘ দিন পর মদের দোকান খোলা পেয়ে হুড়োহুড়ি শুরু হয় বিভিন্ন দোকানের সামনে। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালাতে হয় পুলিশকে। দিল্লির কাশ্মীরি গেটের সামনে একটি মদের দোকানের সামনে জনতার ভিড় সামলাতে লাঠি চালিয়েছে পুলিশ। পরে পরিস্থিতি সামাল দিতে কলকাতা ও দিল্লিতে দোকান বন্ধ করে দিতে হয়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ