Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্চের পর এই প্রথম নিউজিল্যান্ডে করোনায় নতুন আক্রান্ত নেই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০২০, ৫:২১ পিএম

নিউজিল্যান্ডে গত ৭ সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো রোববার নতুন করে কেউ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। দেশটির স্বাস্থ্য মহাপরিচালক ডক্টর অ্যাসলে ব্লুমফিল্ড সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৫ মার্চ নিউজিল্যান্ডে লকডাউন ঘোষণা করা হয়। প্রথম থেকেই দেশজুড়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। শনিবার রাত থেকে রোববার রাত অবধি ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি বা কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

গত ৭ সপ্তাহের মধ্যে প্রথমবার দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা শূন্যতে নেমে এসেছে। সোমবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মহাপরিচালক ব্লুমফিল্ড বলেন, নিউজিল্যান্ডে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৮৭ এবং মারা গেছে ২০ জন। অপরদিকে দেশটিতে করোনায় আক্রান্ত ১ হাজার ২৭৬ জন ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে। নিউজিল্যান্ডে করোনার অ্যাক্টিভ কেস ১৯১টি।

এর আগে গত ১৬ মার্চ নিউজিল্যান্ডে নতুন করে কোনো আক্রান্ত ছিল না। এদিকে গত মঙ্গলবার দেশজুড়ে কড়াকড়ি কিছুটা শিথিল করা হয়েছে। দেশজুড়ে কড়াকড়ির মাত্রা ৪ থেকে ৩ এ নামিয়ে আনা হয়েছে। গত প্রায় পাঁচ সপ্তাহ ধরে ৪ মাত্রার লকডাউন জারি রয়েছে নিউজিল্যান্ডে। ইতোমধ্যেই দেশটিতে প্রায় ৪ লাখ মানুষ কাজে যোগ দিয়েছে। দেশটির প্রায় ৭৫ ভাগ অর্থনীতি সচল হতে শুরু করেছে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। সূত্র: বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ