Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাচোলে খাবার পানিকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৬ জনের মধ্যে ১ জনের মৃত্যু, আটক ৩

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ মে, ২০২০, ২:৩৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে খাবার পানি সংগ্রহের সময় দুই পক্ষের সংঘর্ষে আহত ৬ জনের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। ৩ মে রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ আলি (৩০) এর মৃত্যু হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলার এজাহারনামীয় উভয়পক্ষের ৩ জনকে আটক করেছে নাচোল থানাপুলিশ। ২ মে শনিবার বিকেলে ৪ টার দিকে উপজেলার নাচোল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাক্তাপুর-বেড়াচৌকি গ্রামের মৃত তোফাজুল ইসলামের ছেলে বেলালের বাড়িতে মটার চালিত নলকুপে প্রতিবেশী নাজির হোসেন খাবার পানি সংগ্রহে গেলে সরকারি মটরচালিত নলকুপের মাসিক বিদ্যুৎ বিল পরিবার প্রতি ১৫ টাকা এবং ২০টাকা নির্ধারণ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে ৬ জন আহত হয়। এ সময় উভয়পক্ষের লোকজন আহতদেরকে নাচোল হাসপাতালে নিয়ে গেলে ইউসুফ আলী ও রবুর অবস্থা গুরুতর হওয়ায় কর্তবরত চিকিৎসক নাজমুল হোসেন উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে প্রেরণ করেন। এদিকে ৩ মে রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জলের ছেলে ইউসুফ আলীর মৃত্যু হয়। অপর পক্ষের রেমান আলীর ছেলে হারুন অর-রশিদ রবু রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে। নাচোল থানার আফিসার ইনচার্জ সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরদিনই উভয়পক্ষ থেকে মামলা দায়ের করা হয় এবং উভয়পক্ষের এজাহার নামীয় ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো মৃত তোফাজ্জলের ছেলে ইসাহাক (৩৫) ও সিহাব (২৭) এবং রেমান আলীর ছেলে খলিল (৪০)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ