Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থাপ্পড়ের প্রতিশোধে হত্যা

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ মে, ২০২০, ২:২৪ পিএম

গাজীপুরে অপহরণের পর পাঁচ বছরের এক শিশুকে হত্যা করা হয়েছে। কয়েক দিন আগে শিশুটির বাবা ফরহাদ হোসেন ভাড়াটিয়া জুয়েল আহমেদ সবুজকে কারণবশত থাপ্পড় মারে। এর প্রতিশোধ নিতেই শিশু আলিফ হোসেনকে (৫) হত্যা করা হয় বলে জানায় র‌্যাব।


শনিবার রাত সাড়ে ১২টার দিকে সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানাধীন হরিণাচালা আমতলা এলাকার একটি ঝুটগুদাম থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম আলিফ হোসেন (৫)। সে কোনাবাড়ী থানাধীন হরিনাচালা আমতলা এলাকা ফরহাদ হোসেনের ছেলে।

গাজীপুর র‌্যাব ১-এর কোম্পানি কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, গত ২৯ এপ্রিল বিকালে আলিফ হোসেনকে অপহরণ করেন জুয়েল আহমেদ সবুজ (২২) ও সাগর (২০)।

অপহরণের পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিলেন তারা। একপর্যায়ে নিহতের বাবা ফরহাদ হোসেন মুক্তিপণের ২০ লাখ টাকা দিতে রাজি হয়। পরে ওই টাকা দিতে মোবাইলে বিভিন্ন জায়গায় ফরহাদ হোসেনকে যেতে বলে অপহরণকারীরা।

শনিবার সন্ধ্যায় মুক্তিপণের ২০ লাখ টাকা নিয়ে পূবাইল এলাকায় যায় ফরহাদ হোসেন। সেখান থেকে সাগরকে আটক করেন র‌্যাব সদস্যরা। পরে তার দেয়া তথ্যমতে, ফরহাদ হোসেনের একটি বাড়ির তৃতীয় তলা ঝুট থেকে আলিফের লাশ উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু হত্যা

৫ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ