পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আগাম বন্যা মোকাবেলায় জন্য জরুরীভাবে দেশের ৪০ জেলায় ৩ লাখ ৬ হাজার জিও ব্যাগ প্রয়োজনীয় পরিমান বালি, বস্তা ও সেলাইয়ের সরঞ্জাম প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়া প্রয়োজনীয় অর্থের চাহিদা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে।
গতকাল বুধবার পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী এ এম আমিনুল হক ইনকিলাবকে বলেন, আগাম বন্যা মোকাবেলার জন্য দেশের ৪০ জেলায় এবার ৩ লাখ ৬ হাজার জিও ব্যাগ এবং প্রয়োজনীয় পরিমান বালি ও বস্তা সেলাইয়ের সরঞ্জামসহ প্রস্তুত রাখা হয়েছে।
কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী ইনকিলাবকে বলেন, আমরা এসব জিও ব্যাগ প্রস্তুত রেখেছি। দুযোর্গকালীন সময় এ গুলো ব্যবহার করা হবে। এ গুলোর বাহিরে আরো জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।