Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্মিত হবে ‘হাঙ্গার গেমস’ প্রিকুয়েল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২০, ১২:০৫ এএম

আসছে ১৯ মে সুজান কলিন্সের লেখা ‘হাঙ্গার গেমস’ সিরিজের নতুন বই ‘দ্য ব্যালাড অফ সঙবার্ডস অ্যান্ড স্নেক্স’ প্রকাশিত হতে যাচ্ছে। আর সেই উপন্যাস অবলম্বনে লায়ন্সগেট এরই মধ্যে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা শুরু করে দিয়েছে। কলিন্সের ডিসটোপিয়ান ভবিষ্যৎ নিয়ে ইয়াং অ্যাডাল্ট উপন্যাস সিরিজের ‘হাঙ্গার গেমস’, ‘ক্যাচিং ফায়ার’ এবং ‘মকিংজে’ উপন্যাস তিনটির কয়েক কোটি কপি বিক্রি হয়েছে বিশ্বব্যাপী। এই উপন্যাস তিনটি অবলম্বনে লায়ন্সগেটের চারটি ফিল্ম আয় করেছে ৩ বিলিয়ন ডলার। সিরিজের নায়িকা ক্যাটনিস এভারডিনের ভূমিকায় অভিনয় করেছেন জেনিফার লরেন্স। লেখিকা কলিন্স নতুন ফিল্মটির নির্বাহী প্রযোজকের দায়িত্ব ছাড়াও চিত্রনাট্য লিখতে মাইকেল আর্নটকে পরামর্শ দেবেন। গত বছর নতুন বইয়ের ঘোষণার পর থেকেই চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা শুরু হয়, তবে করোনাভাইরাস মহামারীর কারণে তা বাধাগ্রস্ত হয়। নতুন কাহিনীর কেন্দ্রে থাকবে ডনাল্ড সাদারল্যান্ড রূপায়িত কাল্পনিক প্যানেমের প্রেসিডেন্ট করিওলেনাস স্নো’র তরুণ জীবন। মুক্তিপ্রাপ্ত চারটি ফিল্মে গ্যারি রস (পর্ব ১) এবং ফ্রান্সিস লরেন্সের (পর্ব ২-৪) পরিচালনায় অভিনয় করেছেন জেনিফার লরেন্স, লিয়াম হেমসওয়ার্থ, উডি হ্যারেলসন এবং এলিজাবেথ ব্যাঙ্কস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ