Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘গেম অফ থ্রোন্স’ প্রিকুয়েল ২০২২-এ মুক্তি পাবে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৭ এএম

এইচবিও’র হিট ফ্যান্টাসি ড্রামা ‘গেম অফ থ্রোন্স’-এর প্রিকুয়েল ‘হাউস অফ ড্রাগন’ ২০২২ সালে মুক্তি পাবে। ঘোষণা দিয়ে এইচবিও’র প্রেসিডেন্ট কেসি ব্লয়েস জানান সিরিজের কাস্টিং প্রক্রিয়া চলছে। ২০১১ থেকে ২০১৯ পর্যন্ত ‘গেম অফ থ্রোন্স’ ৫৮টি প্রাইমটাইম এমি জয় করে। আর. আর. মার্টিনের ‘দ্য সঙ অফ আইস অ্যান্ড ফায়ার’ উপন্যাস সিরিজ অবলম্বনে ‘গেম অফ থ্রোন্স’ নির্মিত হয়েছে। এর কাহিনী মায়া রাজ্য ওয়েস্টারোসের লৌহ সিংহাসন জয়ের জন্য কয়েকটি রাজ্যের মধ্যে বিরোধ ও যুদ্ধ। অন্যদিকে ‘হাউস অফ ড্রাগন’ মার্টিনের ২০১৮তে প্রকাশিত উপন্যাস ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ অবলম্বনে নির্মিত হবে। এতে টার্গারিয়েন বংশের উত্থান পতন দেখান হবে। মূল সিরিজের ভক্তদের মাঝে প্রিকুয়েল নিয়ে ব্যাপক আগ্রহ আছে কারণ মূল সিরিজে ডেনেরিস টার্গারিয়েন (এমিলিয়া ক্লার্ক) আর এজিয়ন টার্গারিয়েন (কিট হ্যারিংটন) খুব শক্তিশালী আর জনপ্রিয় চরিত্র। প্রিকুয়েলের ১০ টি পর্বের মধ্যে ‘গেম অফ থ্রোন্স’-এর ‘দ্য ব্যাটল অফ বাস্টার্ডস’ এবং ‘দ্য উইন্ডস অপ উইন্টার’ পর্বের রিচালক মিগেল স্যাপকনিক পাইলট (পরীক্ষামূলক) পর্বসহ আরও কিছু পর্ব পরিচালনা করবেন। স্যাপকনিক এবং রায়েন কন্ডল সিরিজের সৃজনশীল বিভাগ দেখবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রিকুয়েল-২০২২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ