প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ওয়ার্নার ব্রাদার্স জানিয়েছে ‘ম্যাড ম্যাক্স : ফিউরি রোড’ ফিল্মের প্রিকুয়েল এবং ব্রডওয়ের মিউজিকাল ‘দ্য কালার পার্পল’ অবলম্বনে একটি চলচ্চিত্র ২০২৩ সালে মুক্তি দেয়া হবে। এই কয়েক সপ্তাহ আগে ওয়ার্নার ঘোষণা দেয় থিয়েটারের সঙ্গে তারা এইচবিও ম্যাক্স স্ট্রিমিং প্ল্যাটফর্মে তাদের সব ফিল্ম মুক্তি দেবে ২০২১ সালে। এতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ‘ম্যাড ম্যাক্স : ফিউরি রোড’ ফিল্মে শার্লিজ থেরন রূপায়িত ফিউরিওসার চরিত্র নিয়ে প্রিকুয়েলটি নির্মিত হবে। এতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করবেন ‘দ্য কুইন’স গ্যামবিট’ মিনিসিরিজখ্যাত আনিয়া টেইলর-জয়। নিজের চিত্রনাট্যে পরিচালনা করবেন ‘ম্যাড ম্যাক্স সিরিজের স্রষ্টা জর্জ মিলার। ক্রিস হেমসওয়ার্থের সহাভিনয়ে প্রিকুয়েলটি মুক্তি পাবে ২৩ জুন, ২০২৩। একই সময় ঘোষণা দেয়া হয়েছে, ‘দ্য কালার পার্পল’ মুক্তি পাবে ২০২৩-এর ডিসেম্বরে। টোনি জয়ী মিউজিকালটি লেখা হয়েছে অ্যালিস ওয়াকারের বই এবং স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ১৯৮৫ সালের চলচ্চিত্র অবলম্বনে। বিয়ন্সের ‘ব্ল্যাক ইজ কিং’ পরিচালক ব্লিটজ বাজাউলে ‘দ্য কালার পার্পল’ পরিচালনা করবেন। চলচ্চিত্রটি প্রযোজনা করবেন অপরা উইনফ্রি এবং স্পিলবার্গ। ওয়ার্নার ব্রাদার্স আরও জানিয়েছে ‘লুনি টিউন্স’ কার্টুন অবলম্বনে তাদের লাইভ-অ্যাকশন এবং এনিমেশনের মিশ্রণে চলচ্চিত্র ‘কয়োটি ভার্সেস অ্যাকমি’ ২০২৩-এর জুনে মুক্তি পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।