বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার কেরানীগঞ্জে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. এম.এ. আজাদ সজলের লাশ দাফন করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) ডা. এম.এ. আজাদ সজলের ছোট ভাই ডা. শাহারিয়ার উচ্ছাস জানান, বুধবার সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় জানাযা শেষে তাকে কেরাণীগঞ্জের ইমামবাড়ি কবরস্থানে দাফন করা হয়।
এর আগে মঙ্গলবার রাতে বরিশাল কোতোয়ালি মডেল থানায় ডা. শাহারিয়ার উচ্ছাস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। তবে তাতে আসামি হিসেবে করো নাম উল্লেখ করা হয়নি।
পুলিশের বিভিন্ন সূত্র জানায়, ডা. এম এ আজাদের লাশ উদ্ধারের ঘটনায় মমতা স্পেশালাইজড হাসপাতালের ৯ কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার দুপুরে থানায় নেওয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।