বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের ফকিটছড়ি উপজেলার ভূজপুর সুয়াবিলে বালি মহালে আধিপত্য বিস্তারের জেরে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত ও দুজন আহত হয়েছেন।
নিহত আলা উদ্দীন (৪০) ওই এলাকার মৃত জেবল হোসেনের ছেলে। আহতরা হলেন, ওই এলাকার আজিজুল হকের ছেলে মোহাম্মদ আনোয়ার (৩৫) ও বজল আহমদের ছেলে মো. সেকান্দর (৪০)।
সোমবার হাজীরখিল চিকনছড়া এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আলা উদ্দীনের লাশ উদ্ধার এবং আহত দুজনকে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, বেশ কয়েক বছর ধরে সুয়াবিল হাজিরখীল এলাকায় একটি বালু মহালে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।
এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ নিয়ে ফটিকছড়িতে দুই জনসহ নয় দিনে চট্টগ্রামে ১১টি খুনের ঘটনা ঘটলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।