বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কলাপাড়ায় সামান্য একটি গামছা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে মাটিকাটা দলের এক সদস্যকে কুপিয়ে গুরতর জখম করেছে একই দলের আর এক সদস্য। গত রোববার রাতে ধানখালী ইউপির গন্ডামারী গ্রামের এ ঘটনায় আহত যুবক রাসেলকে (২৫) রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। আহত রাসেল তালুকদার ওই এলাকার আবদুল কুদ্দস তালুকদারের ছেলে।
মাটিকাটা ওই দলের সর্দার মোশারেফ পাহলান জানান, প্রতিদিনের মত চুক্তিভিত্তিক মাটি কাটতে গেলে সেখানে গামছা নিয়ে বিতর্কে জড়ায় এই দলেরই সদস্য খালাতো ভাই রাব্বী ও রাসেল। এসময় শাসিসে ফয়সালা করে দেয়া হয়। পরে শুনতে পাই রাতে রাসেলকে কুপিয়ে জখম করেছে।
আহতের মাথায় ১৬টি সেলাই লেগেছে। এছাড়া সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এব্যাপারে অভিযুক্তদের সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেনি।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি শুনেছি, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।