Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

দূর থেকে ধরার বিশেষ যন্ত্র চন্ডীগড়ে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ১২:০৩ এএম

সামাজিক দূরত্বের বিধি মেনে স্পর্শ না করেই দূর থেকে লকডাউন অমান্যকারীদেরকে ধরতে এক চমৎকার উপায় বের করেছে ভারতের চন্ডীগড় পুলিশ। ৫ ফুট লম্বা একটি মেটালের রডের হাতিয়ার তৈরি করা হয়েছে। এর উপর লাগানো একটি হ্যান্ডল ধরে টান দিলেই রডটির দৈর্ঘ্য বেড়ে যায়। সেইসঙ্গে রডের মুখে বসানো চিমটের মতো একটি অংশও খুলে যায়। এ চিমটে দিয়েই দূর থেকে ধরা যায় লকডাউন অমান্যকারীদের। ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও মানুষের লকডাউন ভেঙে বাইরে বেরনো কমছে না। এজন্য রাস্তায় পুলিশকে পাহারা দিতে হচ্ছে, চলছে ধরপাকড়ও। কিন্তু তা করতে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখা অনেক সময় কঠিন হচ্ছে। নিয়ম লঙ্ঘনকারী পালাতে গেলে তাকে ধরে বেঁধে আনতে হচ্ছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

৭ এপ্রিল, ২০২২
১৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ