Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

১৩ সন্তানের বাবা আইসোলেশনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ১২:০৩ এএম

যুক্তরাজ্যে প্রথমবার লকডাউন ঘোষণার সময় রয় হ্যান এবং এমা হ্যান নিজেদের সন্তানদের জন্য রুটিন তৈরি করে নেন এবং পারিবারিকভাবে সময় কাটানোর জন্য বিভিন্ন ধরনের কাজের পরিকল্পনা করেন। স্কটল্যান্ডের ডান্ডি শহরের বাসিন্দা এই হ্যান পরিবার, সে দেশের বৃহত্তম পরিবারগুলোর একটি হিসেবে পরিচিত। জানা গেছে, এই দম্পতির ১৩ সন্তানের ১০ জনই তাদের সঙ্গে থাকে। অভিভাবকরা অনেক চেষ্টা করে প্রথম কিছুদিন তাদের সন্তানদের কাজকর্ম নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন। তবে গত সপ্তাহের বৃহস্পতিবার রয় যখন জানতে পারেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত, পরিবারটির মাথায় আকাশ ভেঙে পড়ে। নাইনওয়েলস হাসপাতালে নার্স হিসেবে কাজ করা রয় বলেন, কয়েকদিন আগে আমি সংক্রমিত হয়েছি আর উপসর্গ অত্যন্ত মৃদু। হাসপাতালে আমরা অনেক করোনা রোগীর মধ্যে থাকি। কাজের বাইরে থেকে আমার বেশ দুঃখ হচ্ছে। বিবিসি বাংলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

৭ এপ্রিল, ২০২২
১৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ