Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্দুকযুদ্ধে গাজীপুরে মাদক বিক্রেতা নিহত

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২০, ১১:০৩ এএম

গাজীপুর মহানগরীর পূবাইলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রবিউল ইসলাম ওরফে রবু (৩২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) রাতে নগরীর পূবাইল থানার সাতপোয়া এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, ওই এলাকায় একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনা করছে- এমন খবেরর ভিত্তিতে র‌্যাব অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে র‌্যাবও পাল্টা গুলি চালায় এতে হত্যা মামলার আসামি ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে রবু গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় র‌্যাবের এজন সদস্য আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে র‌্যাব দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ