বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কবিরহাট উপজেলার বসুরহাট-কবিরহাট সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুর রব প্রকাশ মিয়া ব্যাপারী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার দুপুর ১টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আব্দুর রব মিয়া ব্যাপারী কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৬নং ওয়ার্ড পশ্চিম সোনাদিয়া গ্রামের মনির আহম্মদের ছেলে। তিনি ওই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
কবিরহাট উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক মোতাহের হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নিজের অটোরিকশা নিয়ে বসুরহাট-কবিরহাট সড়ক দিয়ে কবিরহাট বাজারের দিকে আসছিলেন মিয়া ব্যাপারী। পথে কবিরহাট পৌরসভার কলিমদ্দী পোল এলাকায় পৌঁছলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে রিকশার ব্যাটারির আঘাতে মাথা ফেটে গিয়ে গুরুত্বর আহত হন মিয়া ব্যাপারী। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।