Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার মালিবাগে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২০, ২:০৩ পিএম

বকেয়া বেতন-ভাতার দাবিতে এবার রাজধানীর মালিবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। আজ রোববার (২৬ এপ্রিল) সকাল ৮টা থেকে মালিবাগ চৌধুরীপাড়ায় অবস্থিত আবুল হোটেলের সামনে তাহসিন ফ্যাশন নামের একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা এ কর্মসূচি পালন করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে রাস্তার একপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শ্রমিকরা। ওই সড়ক দিয়ে গাড়ি চলাচল করতে চাইলে তারা বাধা দেয় তারা। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ এসে শ্রমিকদেরকে রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, তাদের দুই মাসের বেতন-ভাতা বকেয়া। অথচ মালিকপক্ষ বেতন-ভাতা পরিশোধ না করে প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। এদিকে করোনা পরিস্থিতির কারণে বকেয়া বেতন পরিশোধ না করায় শ্রমিকদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তাই বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে তাদেরকে।

হাতিরঝিল থানার ওসি আবদুর রশিদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি বিজিএমইএ-কে জানানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রমিক বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ