বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পবার নারিকেলবাড়ীয়র আমান জুট ফাইব্রাস লি. এর শ্রমিকরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে আমানা জুট ফাইব্রাইস লি. এর সামনের বাইপাস সড়তে শত শত শ্রমিক বেতনের দাবিতে এ বিক্ষোভ করে।
ফলে সড়কটির দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতে সামাল দিতে স্থানীয় থানার পুলিশ এগিয়ে আসে।
চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুম মনির বলেন, চলতি মাসের বেতন বাকি রয়েছে। এছাড়া ঈদের বোনাস বাকি ছিলো। শ্রমিকদের সড়ক থেকে সড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া আমান জুট ফাইব্রাস লি. কর্তৃপক্ষ বেতন ও ঈদের বোনাস দিতে রাজি হওয়ায় শ্রমিকরা কাজে ফিরেছে। এরপর সড়কে যান চলাচল স্বভাবিক হয় ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।