Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ মে, ২০২০, ২:৪১ পিএম

নগরীর কর্ণফুলী থানা এলাকায় সোমবার বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন গোল্ডেন সান লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকেরা। সকাল সাড়ে আটটা থেকে দুপুর পর্যন্ত কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকায় কারখানার সামনে সড়কে অবস্থান নিয়ে মিছিল করে তারা।
শ্রমিকদের অভিযোগ গত দুই মাস তাদের বেতন দেওয়া হচ্ছে না। করোনা দুঃসময়ে তারা অভাব অনটনে আছেন। ঈদের আগে বেতন বোনাস দেওয়ার কথা থাকলেও তাও দেয়া হচ্ছে না। এতে ক্ষুদ্ধ হয়ে তারা রাস্তায় নামেন। টানা তিন ঘণ্টা বিক্ষোভের পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানান স্থানীয়রা।
কর্ণফুলী থানার ওসি ইসমাঈল হোসেন ইনকিলাবকে বলেন, মালিক পক্ষ আগামী কয়েক দিনের মধ্যে বেতন পরিশোধ করার আশ^াস দিলে শ্রমিকরা সড়ক থেকে সরে গেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রমিক বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ