বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চাকরি থেকে ছাঁটাইয়ের প্রতিবাদে ‘দেইয়্যু ফ্যাশন লিমিটেড’ নামে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ভান্নারা এলাকায় ওই কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, গত ১৬ এপ্রিল শ্রমিকদের মার্চ মাসের বেতন দেওয়ার পর ৬ মে পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ওই দিন কিছু শ্রমিকের থেকে জোরপূর্বক অব্যাহতিপত্রে স্বাক্ষর নেয় কর্তৃপক্ষ। বাকিদের স্বাক্ষর নিতে না পারলেও চার শতাধিক শ্রমিককে মোবাইল ফোনে জানানো হয় তাদের চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে।
এদিকে, চাকরি থেকে ছাঁটাইয়ের আদেশ উপেক্ষা করে বৃহস্পতিবার সকালে কারখানার সামনে শ্রমিকরা জড়ো হয়। তবে ছাঁটাইকৃত শ্রমিকদের কারখানার ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এর পরই শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করে বিক্ষোভ করতে থাকে।
শিল্প পুলিশ গাজীপুর-২ এর পরিদর্শক রেজাউল করিম রেজা জানান, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়েছে। এই মুহূর্তে কারখানার শ্রমিক ছাঁটাই করা চলবে না বলে কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।