Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বে সুস্থ ৮ লাখের বেশি

ভ্যাকসিন তৈরির দোরগোড়ায় যুক্তরাষ্ট্র, ট্রাম্পের দাবি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২০, ১২:০৪ এএম

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়লেও সুস্থ হওয়ার সংখ্যাও কম নয়। শনিবার সারা বিশ্বে ৮ লাখের বেশি মানুষের সুস্থ হওয়ার খবর মিলেছে। ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যুর চেয়ে সুস্থ হওয়ার সংখ্যাই বেশি। ২৮ লাখ ৩১ হাজার ৭৮৫ জন আক্রান্তের মধ্যে ৮০ শতাংশ মানুষ করোনা জয় করেছে। এ সংখ্যা ৮ লাখ ৬ হাজার ৯৫৩ জন। করোনায় প্রাণহানি হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩০৬ জনের। আক্রান্তের ৯৭ শতাংশের হালকা উপসর্গ এবং ৩ শতাংশ রোগী সংকটাপন্ন। সবচেয়ে বেশি সুস্থ হয়েছে যুক্তরাষ্ট্রে ১ লাখ ১০ হাজার ৪৩২ জন। এরপর ১ লাখ ৯ হাজার ৮০০ জন নিয়ে দ্বিতীয় স্থানে জার্মানি। ৯২ হাজার ৩৫৫ জন সুস্থ হয়েছে স্পেনে। তাদের পরে আছে চীন ও ইরান। এদিকে, করোনায় ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশটিতে আক্রান্তের সংখ্যা পৌনে ৯ লাখের বেশি। ভারত থেকে পাঠানো হাইড্রোক্সিক্লোরোকুইনও কাজ করছে না মার্কিনিদের শরীরে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্ব এবার করোনার ভ্যাকসিন তৈরির দোরগোড়ায়। বিশ্বকে আশার বাণী শুনিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এবার করোনার ভ্যাকসিন তৈরির খুব কাছে চলে গেছে। আমাদের প্রচুর ভালো ও মেধাবী মস্তিষ্ক (করোনার যুদ্ধে) কাজ করছে। ভ্যাকসিন তৈরির কাজে দুর্ভাগ্যবশত টেস্টিং এখনও খুব একটা করা হয়নি। তবে সেটা হলেই এবার সাফল্যের দিকে যেতে পারে বিশ্ব। ডেইলি হান্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্যাকসিন

২৭ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ