বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সোশ্যাল মিডিয়াজুড়ে ভাসছে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনা মহামারির মধ্যে এবার এক ভিন্ন রমজান পালন করতে যাচ্ছে গোটা মুসলিম বিশ্ব। তাই এবারের শুভেচ্ছার সাথে যুক্ত হয়েছে মহান আল্লাহর কাছে করোনা থেকে মুক্তির আকুতি।
দীর্ঘ একবছরের প্রতিক্ষার অবসান ঘটিয়ে আজ শুক্রবার পবিত্র সিয়ামসাধনার মাস মাহে রমজান শুরু হয়েছে। সন্ধ্যায় বাংলাদেশের আকাশে ১৪৪১ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সাথে সাথে ‘খোশ আমদেদ মাহে রমজান’ শুভেচ্ছা বিনিময়ে মেতে ওঠেন দেশের ধর্মপ্রাণ মুসলিমরা।
ফেইসবুকে ফয়সাল রহমান খান লিখেছেন, ‘‘এইবারের রমজানটা আসলেই আমলের রমজান হবে, একেবারে প্রকৃত রমজান এর আবেশ পাওয়া যাবে। এবার থাকবে না কোন রমজান কেন্দ্রিক ব্যবসা, না থাকবে ঈদের জন্য সারাদিন মিডিয়ার লোকেদের রোজার মধ্যেও শ্যুটিং। থাকবেনা ইফতার এর ব্যবসা করে, হোটেলওয়ালাদের লাখ টাকার ব্যবসা। থাকবে না তারাবি নিয়ে মসজিদে মসজিদে টাকা উঠানোর প্রতিযোগিতা। থাকবে না ৮ রাকাত ২০ রাকাতের গ্যাঞ্জাম। দুনিয়ার অধিকাংশ শয়তান থাকবে আবদ্ধ, থাকবে মলগুলা বন্ধ। মহিলারা রোজার মধ্যেও সারাদিন মলে ঘুরবে না, বেপর্দা মহিলা আবদ্ধ হয়ে গেল বাসায়, তাই এই রমজান আমলের, এই রমজান এর মত রমজান আর কোনদিন পাবেন না, একেবারে গুনাহমুক্তির জন্য আমল করুন এই মাসে।’’
আশরাফুল আলম লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের অন্তরকে প্রসস্ত করে দেন। আমরা সবাই মিলে পবিত্র রমজানে সবগুলো রোজা রাখতে পারি, সেই সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন।’’
এইচএম কামাল উদ্দিন লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ। হে আল্লাহ এই রমজান মাসের উছিলা আমাদেরকে ক্ষমা করে দাও এবং মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা করো। আমিন।’’
সাইফুল ইসলাম শাকিব লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ দেশের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গিয়েছে। আমরা আশা করি এই পবিত্র রমজান মাসটি আমাদের সমস্ত সমস্যা শেষ হয়ে আমাদের জীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনবে। আপনার পরিবারের সাথে থাকুন, বাড়িতে থাকুন এবং সুরক্ষিত থাকুন। রামাজানের শুভেচ্ছা।
নুসরাত জাহান নীলা লিখেছেন, ‘‘হে আল্লাহ এই পবিত্র রমজান মাসের উছিলায়, আপনি আমাদের সবাইকে করোনা ভাইরাসের হাত থেকে মুক্ত করে দিন। আমিন।’’
শাহাবুদ্দিন আহমেদ জয় লিখেছেন, ‘‘হে আল্লাহ! রমজানের ৩০টি রোজা রাখার তৌফিক দান করুন। আর মহামারী করোনা ভাইরাস থেকে আমাদেরকে রক্ষা করুন।’’
তারেক জামিল লিখেছেন, ‘‘এমন রমজান মাস কখনো উপভোগ করেনি মুসলিম বিশ্ব। আয় আল্লাহ পবিত্র রমজানের উছিলায় তুমি আমাদের ক্ষমা করো।’’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।