Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

কমলগঞ্জ (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২০, ৮:১৫ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি মামলায় নগদ ৮ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. আশেকুল হকের নেতৃত্বে শুক্রবার বিকেলে কমলগঞ্জ উপজেলা চৌমুহনী এলাকার কলেজ রোডে বিভিন্ন অপরাধে ব্যবসা প্রতিষ্ঠান ও একজন মোটরসাইকেল আরোহীর কাছ থেকে এ জরিমানা আদায় করেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. আশেকুল হক এ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি চলমান অভিযান। করোনা ভাইরাস প্রতিরোধে তিনি সার্বক্ষনিক মনিটরিং এ আছেন। সবাইকে সচেতন থেকে সরকারি নিয়ম নীতি মেনে ব্যবসা পরিচালনা করার আহবান জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমান আদালত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ