বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রায়পুরে বাবুল বেপারি (৩৫) নামের অসুস্থ এক ব্যাক্তি বাড়ীতে লকডাউনে থাকা অবস্থায় মারা গেছেন। শুক্রবার উপজেলার উত্তর চরআবাবিল গ্রামের বেপারি বাড়ীতে মারা যান। মৃত ব্যাক্তির নমুনা সংগ্রহের পর তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মৃত বাবুল বেপারি গত ১৮ এপ্রিল অসুস্থ্য অবস্থায় ঢাকা থেকে বাড়ীতে আসলে তার পরিবারকে লকডাউনে রাখেন উপজেলা প্রশাসন।
রায়পুর সরকারি হাসপাতালের আবাসিক ম্যাডিকেল অফিসার ডাক্তার বাহারুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে-জানান, ওই ব্যাক্তির নমুনা সংগ্রহ করে চট্রগ্রাম ল্যাবে পাঠানো হয়েছে। রিপোট আসলে বুঝা যাবে করোনা উপসর্গ নিয়ে তিনি মারা গিয়েছেন কি না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী জানান, মৃত বাবুল বেপারি ঢাকা থেকে আসার খবরে শুধুই তার পরিবারকে লকডাউনে রাখা হয়েছিলো। মারা যাওয়ার সংবাদে ওই ব্যাক্তির নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।