Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চকরিয়ায় চার চীনা নাগরিকসহ বাড়ি লকডাউন

কক্সবাজার থেকে বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২০, ১১:৪২ এএম

চকরিয়ায় চার চীনা নাগরিকসহ একটি বাড়ি লকডাউন করে বাড়ির অন্যান্য সদস্যদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রেখেছেন উপজেলা প্রশাসন । পাশাপাশি বাড়িতে লাল পতাকা উঁচিয়ে দিয়ে গ্রাম পুলিশের পাহারা বসানো হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ।

জানা যায়, ৪ চীনা নাগরিক ঢাকা থেকে সড়কপথে আসার সময় আইন-শৃঙ্খলা বাহিনীকে মিথ্যা তথ্য দিয়ে বুধবার রাতেই অনেকটা গোপনে চকরিয়ার ওই বাসায় চলে আসে।

এই চীনা নাগরিকেরা কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লা বিদ্যুত প্রকল্পের কাজে নিয়োজিত বলে জানা গেছে।

তারা চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর স্টেশনের পূর্ব পাশের আওয়ামী লীগ নেতা ছরওয়ার আলমের মালিকানাধীন বাড়িতে উঠেন।

এ ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আপাতত কক্সবাজারে বিদেশী কোন নাগরিক প্রবেশ করতে পারবে না।

কিন্তু চারজন চীনা নাগরিক ঢাকা থেকে সড়কপথ হয়ে আসার সময় আইন-শৃঙ্খলা বাহিনীর চেকপোষ্টগুলোতে মিথ্যা তথ্য দিয়ে চকরিয়ায় আসার খবরে পেয়ে তাদের অবস্থান করা বাড়িটি লকডাউন করা হয়।

একইসাথে চীনের এসব নাগরিক ও বাড়ির অন্যান্য পরিবারের সদস্যদের একই ভবনে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

১১ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ