বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হাতিয়ায় ২টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল হালিম সবুজ (৩০) নামের এক শিক্ষক নিহত হয়েছে। ঘটনায় তার ছোট ভাইসহ মোটরসাইকেলের ৩ আরোহী আহত হন।
বুধবার বেলা ১১টার দিকে চৌহমুনী খাদ্য গুদাম এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হালিম সবুজ বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের নুরুল আমিনের ছেলে। তিনি ল²ীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ডিপার্টমেন্টের শিক্ষক ছিলেন। আহতরা হলো, সবুজের ছোট ভাই আব্দুল হামিদ'সহ তিনজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ছোট ভাই হামিদকে নিয়ে বাড়ী থেকে মোটরসাইকেল যোগে ওছখালির দিকে আসছিলেন সবুজ। পথে চৌহমুনী খাদ্য গুদাম এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই মোটরসাইকেলে থাকা চার আরোহী আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন। অপর আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাতিয়া থানার ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দু'টি আটক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।