Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ভোলায় করোনা সন্দেহে ৬ টি বাড়ি লকডাউন প্রশাসনের

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ১১:০১ এএম

ভোলা থেকে পটুয়াখালী যাওয়া এক নারী ও তার স্বামী করোনায় আক্রান্ত প্রমাণ হওয়ায় ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের মালের হাট বাজার সংলগ্ন পশ্চিম ইলিশা ইউনিয়নের আবু সাইয়েদ তালুকদারের বাড়িসহ ৩ বাড়ি ও আবু সাইয়েদ তালুকদারের জামাই বাড়ি বাপ্তা হওয়ায় সেই জায়গায় আরও ৩ বাড়িসহ মোট ৬ বাড়ি লকডাউন ঘোষণা করেছেন প্রশাসন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে প্রশাসন এ লকডাউন ঘোষণা করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পটুয়াখালীতে কর্মরত থাকা হেল্থ ইন্সপেক্টর মো. শাহাবুদ্দিন ও তার স্ত্রী করোনা ভাইরাস (কোভিট-১৯) দ্বারা আক্রমণ হয়েছেন। বর্তমানে তারা স্বামী স্ত্রী পটুয়াখালীতেই রয়েছেন। গত ১৩ এপ্রিল শাহাবুদ্দিন পটুয়াখালী থেকে ভোলায় এসে আবার পটুয়াখালীতে চলে গেছেন। অবশেষে আজ ২১ এপ্রিল তারা দুজন করোনায় আক্রান্ত হয়েছে বিদায় সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে শাহাবুদ্দিনের বাড়িসহ আরও ৩ বাড়ি ও একই উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামে মালের হাট বাজার সংলগ্ন ইউনিয়নের আবু সাইদ তালুকদারের বাড়িসহ মোট ৬ বাড়ি ১৫ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

১১ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ