Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরবচ্ছিন্ন ডাক সেবা নিশ্চিতে খোলা হলো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

করোনা প্রকোপে জরুরি সেবা নিরবচ্ছিন্ন রাখতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে ডাক বিভাগ। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের নির্দেশে রাত-দিন কাজ করছে এ নিয়ন্ত্রণ কক্ষ। গতকাল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ সংক্রমণ বিস্তাররোধে সরকার ঘোষিত ছুটির সময়ে সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় ব্যাংক, ডাক জীবন বীমা, ডিজিটাল কমার্স এবং করোনা চিকিৎসা উপকরণ পিপিই ও কিট দেশব্যাপী সিভিল সার্জন কার্যালয় সমূহে দ্রæত পৌঁছানোসহ নিরবচ্ছিন্ন ডাক সেবা নিশ্চিত করতে ঢাকায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের নম্বর হচ্ছে ০১৫৫০০৬৩৭০০ -২২। কোভিড-১৯ জনিত সরকার ঘোষিত ছুটিকালীন সময়ে ডাক সেবা অব্যাহত রাখতে গত ২৮ মার্চ জিপিও, জেলা প্রধান ডাকঘর, উপজেলা ডাকঘর, সাব পোস্ট অফিস, টাউন সাব পোস্ট অফিস এবং সীমিত সংখ্যক গ্রামীণ ডাকঘর ও ডিজিটাল ডাকঘরের কার্যক্রম চালু রয়েছে।

এ সকল ডাকঘর থেকে সকল কার্যদিবসে সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত ডাক সেবা সীমিত পরিসরে বিশেষ ব্যবস্থায় প্রদান করা হচ্ছে। এই লক্ষ্যে ডাক অধিদপ্তরের মেইল গাড়িসমূহ দেশব্যাপি নিয়মিত চলাচল করছে। সরকার ঘোষিত ছুটিকালে গত ২৮ মার্চ থেকে গত ১৯ এপ্রিল পর্যন্ত ৫ লাখ ১৯জন গ্রাহক ডাক সেবা গ্রহণ করেছেন। এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ৫৩৮ কোটি ৯২ লাখ ২৭ হাজার ১৯৮০ টাকা। সরকারি এই ছুটিকালে ৭টি ৭ টনি গাড়ি, ১১টি ৫ টনি গাড়ি, ৩০টি ৩ টনি গাড়ি, ২০টি দেড় টনি গাড়ি এবং ১৯টি এক টনি কাভার ভ্যান ঢাকাস্হ কেন্দ্রীয় ঔষধাগার থেকে কিটস, পিপিই, ওষুধপত্র এবং মেইল ও ক্যাশ পরিবহন করে আসছে। এছাড়াও বৈশ্বিক এই দুর্যোগের সময়েও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ঘরে বসে নিরবচ্ছিন্নভাবে ডিজিটাল সেবা নির্বিঘœ করতে বেশকিছু জরুরি উদ্যোগও নেয়া হয়েছে বলে জানানো হয় মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ