মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইতালিতে বৈধতা পেতে যাচ্ছেন ছয় লাখ অবৈধ অভিবাসী। গত ১৮ এপ্রিল এমন ইঙ্গিত দেয় দেশটির কর্তৃপক্ষ। ইতোমধ্যেই অভিবাসীদের বৈধতা নিয়ে ১৬ পৃষ্ঠার একটি খসড়া আইন প্রস্তুত করা হয়েছে। এ উদ্যোগ করোনায় বিপর্যস্ত দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের মুখে হাসি ফুটিয়েছে। অবৈধ অভিবাসীদের বৈধতা দেবার এই প্রক্রিয়ার খসড়া খুব শিগগিরই পার্লামেন্টে উপস্থাপন তোলা হবে বলে জানিয়েছে ইতালির শ্রম মন্ত্রণালয়। ১৬ পৃষ্ঠার ওই খসড়ায় বলা হয়েছে, কৃষি, মৎস্য, পর্যটনের মতো খাতগুলোকে অগ্রাধিকার দিয়ে কাজের চুক্তির মাধ্যমে কাগজ দেওয়া হবে। ইতালি সরকারের নির্ধারিত যাবতীয় প্রক্রিয়া অনুসরণ করলে চুক্তির মেয়াদ বাড়ানো হবে। এই প্রক্রিয়ায় নির্দিষ্ট কর্ম মেয়াদের চুক্তিতে অবৈধ অভিবাসী কর্মীদের বৈধতা দেওয়া হবে। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।