পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনা দুর্যোগেও থেমে নেই খুনাখুনি। নগরীর কর্ণফুলী থানা এলাকায় একজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। নির্মম হত্যার শিকার শাহের মোহাম্মদ (৪২) শিকলবাহা এলাকার বাসিন্দা। তিনি এলাকায় কবিরাজ হিসাবে পরিচিত।
থানার ওসি মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, রোববার রাতে তাকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করা হয়েছে বলে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেন। মাথার আঘাত নিয়ে নগরীর একটি হাসপাতালে নেওয়া হলে রাতে সেখানে তিনি মারা যান। থানায় মামলা হয়েছে আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানান ওসি।
লাশ উদ্ধার : নগরীর কোতোয়ালী থানার বক্সির হাটে নিজ অফিস থেকে মো. আবদুল বাসেত নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার বাসা নগরীর বদরপাতি এলাকায়। থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, সুরতহাল রিপোর্ট দেখে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। বাসেত সিজেকেএসর সদস্য এবং একসময় গান করতেন জানিয়ে তিনি বলেন, কী কারণে আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।