Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোয়ালন্দ মোড়ে অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২০, ৭:১১ পিএম

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় পেট্টোলিয়াম তেলের দোকান ও শ্রীপুর বাজার এলাকায় ২টি মুদি দোকানে অগ্নিকান্ডে পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

রবিবার সকালে ৬ সাড়ে টার দিকে গোয়ালন্দ মোড় ও গত শনিবার রাত দেড়টার দিকে শ্রীপুর বাজারে নয়ন দাসের ২টি দোকানে অগ্নিকান্ডে ঘটনা ঘটে।

জানা গেছে, সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে মেসার্স মোহন এন্টার প্রাইজের পেট্টোলিয়াম দোকানে বিদ্যুতের সর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্থ হয়। এতে করে দোকানে গুচ্ছিত নগদ ৫০ হাজার টাকা আগুনে পুড়ে যায় বলে জানিয়েছেন দোকান মালিক মো. মোহন মিয়া।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ষ্টেশন মাস্টার মো. রবিউল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। দুটি পৃথক ঘটনায় প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয় গ্রস্থ হয়েছেন দোকান মালিকগণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ