মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রায় ৫০০ জনে একজনের পক্ষে সম্ভব হয়। তবে অসম্ভবকে সম্ভব করে দেখালেন আমেরিকার হিউস্টনের এক মহিলা। মাত্র ৯ মিনিটে একসঙ্গে জন্ম দিলেন ৬ সন্তানের। যার মধ্যে ৪ ছেলে ও ২ মেয়ে রয়েছে। মা ও শিশুরা সুস্থই রয়েছে। এই খবর নেটদুনিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের দ্য ওম্যান হাসপাতালে জন্ম হল ছয় সন্তানের। ৯ মিনিটের ব্যবধানে ৬ সন্তানের জন্ম দেন মা। থেলমা চিয়াকা নামের মহিলা চার পুত্র সন্তান ও ২ কন্যা সন্তানের জন্ম দেন।
শনিবার ভোর ৪ টা ৫০ মিনিট থেকে ভোর ৪টা ৫৯ মিনিটের মধ্যে শিশুগুলোর জন্ম দিয়েছেন থেলমা চিয়াকা নামের ওই নারী। শিশুগুলোরর ওজন ৮০ গ্রাম থেকে ১ কিলো ৫০০ গ্রামের মধ্যে। পৃথিবীতে সাড়ে ৪৭ কোটির মধ্যে ১ জনের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে থাকে।
হাসপাতালের তরফে একটি ফেসবুক পোস্টে বলা হয়েছে, এখনও পর্যন্ত ছয়টি শিশুই সুস্থ রয়েছে। তবে তাদের প্রত্যেককেই অ্যাডভান্সড নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে।
চিকিৎসকরা শিশুগুলোর ওজনের কারণেই তাদের পর্যবেক্ষণে রেখেছেন। দুটি মেয়ের নাম রেখেছেন জিনা ও জুরিয়েল। তবে চারটি পুত্র সন্তানের নাম এখনো ঠিক করা হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।