মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাস মহামারিতে মানুষ যে ঘরে বন্দি হয়ে পড়েছে তা প্রাণিরা আজ না হয় কাল অনুধাবন করতে পারত। আর দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কের সিংহরা মানুষের গৃহবন্দি থাকার সুযোগে রাস্তায় ঘুমাতে শুরু করেছে। পার্কের রেঞ্জার রিচার্ড সউরি বুধবার টহলের সময় রাস্তায় সিংহদের ঘুমিয়ে থাকার কিছু ছবি প্রকাশ করেছেন। অথচ স্বাভাবিক সময়ে এসব রাস্তায় পর্যটকদের ভিড় লেগে থাকে। করোনার বিস্তার ঠেকাতে দক্ষিণ আফ্রিকায় জারি হওয়া লকডাউনের কারণে ক্রুগার পার্কও ২৫ মার্চ থেকে বন্ধ রয়েছে। স্বাভাবিক সময়ে সিংহদের রাতের বেলাতেই সড়কে দেখতে পান রেঞ্জাররা। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় সংরক্ষিত পার্কের রেঞ্জার হিসেবে সউরি লকডাউনের সময়েও জরুরি কাজ করে যাচ্ছেন। পাচারকারীদের হাত থেকে বণ্যপ্রাণিদের সুরক্ষা ও দেখাশোনার দায়িত্ব পালন করে যাচ্ছেন। বুধবার দুপুরে ওরপেন রেস্ট ক্যাম্পের দিকে গাড়ি চালিয়ে যাওয়ার সময় রাস্তায় তিনি বেশ কয়েকটি সিংহকে ঘুমাতে দেখেন। ক্যাম্পের মাত্র ৫ মিটার দ‚রে সিংহদের চলে আসা তাকে অবাক করেছে। মোবাইল তিনি যখন ছবি তুলছিলেন তখন সিংহগুলো বিরক্তবোধ করেনি, বেশিরভাগ গভীর ঘুমে ছিল। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।