বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৩ নম্বর ইউনিটে তথ্য গোপন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি হওয়ায় লকডাউন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ওয়ার্ডের চিকিৎসক নার্স সহ ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
স্বজনরা সর্দি কাশির তথ্য গোপন করে ১৩ এপ্রিল হাসপাতালে আসা ঐ রোগীকে চিকিৎসকরা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। ১৫ এপ্রিল তার এক্সরে রিপোর্ট দেখে চিকিৎসকদের সন্দেহ হওয়ায় রোগীকে তাৎক্ষণিক হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেসনে পাঠান। বৃহস্পতিবার রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা ভাইরাসে আক্রান্ত বলে সনাক্ত হয়। এর পরই হাসপাতালের পুরুষ মেডিসিন বিভিাগের ৩নম্বর ওয়ার্ডটি আপাতত লকডাউন ঘোষণা করে দায়িত্বপালনকারী চিকিৎসক-নার্স সহ ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।