Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুচিত্রা সেনের সঙ্গে তুলনায় খুশি নাতনি রাইমা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

পশ্চিম বঙ্গের চলচ্চিত্রে সবচেয়ে প্রতিভাবান অভিনেত্রীদের একজন রাইমা সেন। এরই মধ্যে তিনি তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন। আগামীতে তাকে ‘আলিয়া বসু গায়েব হ্যায়’ নামে একটি হিন্দি চলচ্চিত্রে দেখা যাবে। রোমান্টিক থ্রিলার চলচ্চিত্রটির অভিনেত্রীটি বাংলা চলচ্চিত্রে কিংবদন্তী সুচিত্রা সেনের নাতনী। ১৯৯৯ সালে শাবানা আজমি অভিনীত ‘গডমাদার’ চলচ্চিত্র দিয়ে অভিষেক হবার পর রাইমা বেশ দীর্ঘ পথ অতিক্রম করে তার অবস্থান নিশ্চিত করেছেন। বেছে বেছে ফিল্মে কাজ করেন তিনি আর টলিউডে তিনি সবচেয়ে কাঙ্ক্ষিত অভিনেত্রীদের একজন। ভাল অভিনয় আর সৌন্দর্যের জন্য তিনি তাকে নানী সুচিত্রা সেনের সঙ্গে কখনও কখনও তুলনা করা হয়ে থাকে। রাইমা এ ব্যাপারে ওয়াকিবহাল আর একে তিনি আশীর্বাদ হিসেবে গণ্য করেন। তিনি বলেন, “এখনও এমন করা হয়। বাংলায় অনেকে মনে করে আমি দেখতে আমার নানীর মত। তাই ফোটো শুট আর ফিল্মে আমার চোখের মেক-আপ সেভাবেই করা হয় যাতে আমাকে তার মত দেখায়। এমনকি আমার সুচিত্রা সেনের একটি বায়োপিকের জন্য অফারও দেয়া হয়েছে আমাকে। পশ্চিম বঙ্গে তুলনা সবসময়ই থাকবে। তবে এখন তা আমার জন্য আশীর্বাদের মত। তার সঙ্গে তুলনায় আমি খুশি।” সুচিত্রার একমাত্র সন্তান এবং বর্তমান সংসদ সদস্য মুনমুন সেনের মেয়ে রাইমাকে সর্বশেষ দেখা গেছে সৃজিত মুখার্জীর ‘দ্বিতীয় পুরুষ’ চলচ্চিত্রে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ