Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চকরিয়ায় ১০ টাকা মূল্যের চাল বিতরণে অনিয়ম, আওয়ামী লীগ নেতার ডিলারশিপ স্থগিত

কক্সবাজার থেকে বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ১০:৫১ এএম

চকরিয়ায় ১০ টাকা মূল্যের চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ডিলার ‘ভাই ভাই ট্রেডার্সের’ স্বত্বাধিকারী আওয়ামী লীগ নেতা রেজাউল করিম সেলিমের ডিলারশিপ স্থগিত করা হয়েছে।

অভিযোগকারী ১২ জনের অভিযোগ তদন্তের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছেন উপজেলা নিবার্হী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তাকে ওই তদন্ত কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে। তালিকায় ২৬৫ কার্ডধারী সরকারি নির্দেশনা অনুযায়ী অন্তর্ভুক্ত হয়েছেন কিনা তা আগামী ৩০ এপ্রিলের মধ্যে যাচাইপূর্বক প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলা খাদ্য বাস্তবায়ন কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তে ডিলার দোষি প্রমাণিত হলে প্রতি কেজি চালের অর্থনৈতিক মূল্য আদায়ের পাশাপাশি নীতিমালা অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানাগেছে ।

সেইসাথে অভিযোগকারীরা চাল না পাওয়ার বিষয়টি ইউনিয়ন খাদ্য বাস্তবায়ন কমিটি কেন উপজেলা কমিটিকে অবহিত করেনি তারও ব্যাখ্যা চাওয়া হয়। এতে ইউনিয়ন কমিটির কোনরূপ দায়িত্বে অবহেলা আছে কিনা তাও তদন্ত কমিটিকে খতিয়ে দেখতে বলা হয়েছে।

এসব সিদ্ধান্তের অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ ১৪ জনের নিকট পাঠানো হয়েছে।

ইতোপূর্বে ওই ডিলারের অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে নির্দেশ দেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। এই নির্দেশের পর সরেজমিন গিয়ে ২৬৫ জন উপকারভোগীর মধ্য থেকে ১২ জন উপকারভোগীর মৌখিক জবানবন্দী ভিডিও আকারে রেকর্ড করেন তদন্ত কর্মকর্তা।
তদন্তকালে ডিলার রেজাউল করিম সেলিমের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ করেছেন কার্ডধারীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনিয়ম

২৩ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ