Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লকডাউন ভেঙ্গে ফের ঢাকার রাস্তায় গার্মেন্টস শ্রমিক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ১২:৫৫ পিএম

লকডাউন ভেঙ্গে আজও রাজধানীর কমলাপুরসহ বিভিন্ন এলাকায় বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা রাস্তায় বিক্ষোভ করেছে। করোনাভাইরাসের ঝুঁকির মধ্যেই সকাল থেকে রাজধানীর কমলাপুরসহ বিভিন্ন এলাকায় শতশত শ্রমিক রাস্তায় নামলেও আইনশৃঙ্খলাবাহিনী ছিল নির্বিকার। গার্মেন্টস শ্রমিকদের তা-বে সারাদেশেই আতঙ্ক বিরাজ করছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজের একজন সহকারি অধ্যাপক বলেন, করোনাভাইরাস এখন সারাদেশেই ছড়িয়ে পড়েছে। কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে। এমতবস্থায় শত শত শ্রমিক এভাবে রাস্তায় নামাতে ঝুঁকি বাড়ছে। এই ঝুঁকি সাধারণ মানুষের সাথে ডাক্তারদেরও। কারণ মানুষ আক্রান্ত হলে ডাক্তারদেরকে সেটা মোকাবেলা করতে হবে। ডাক্তার মঈন যেটা করতে গিয়ে জীবন দিল। সুতরাং আইনশৃঙ্খলাবাহিনীর উচিত হবে গার্মেন্টস শ্রমিকদের রাস্তা থেকে তুলে দেয়া। তাদেরকে সামাজিক দূরত্ব মানাতে বাধ্য করতে হবে। তা না হলে সারাদেশের কোটি কোটি ঘরবন্দি মানুষের কষ্ট বৃথা যাবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রমিক বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ