Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতলবে এক নারীর মৃত্যু নিয়ে হট্টগোল, বাড়ি লকডাউন

মতলব উত্তর (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ৭:০৫ পিএম

মতলব দক্ষিণের নারায়ণপুর বাজারের একটি ৫ম তলা ভবনের করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যুতে গতকাল মঙ্গলবার রাতভর এলাকায় হট্টগোল ও বাকবিতণ্ডা হয়েছে। পুলিশের উপস্থিতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর ও এলাকাবাসী জানান, করোনা উপসর্গ নিয়ে মৃত মহিলা নারায়ণপুর বাজার সংলগ্ন কাফি মিয়ার ৫মতলা ভবনে ভাড়া থাকতো। তিনি ১৫দিন আগে নারায়নগঞ্জের সানারপাড়ে মেয়ের বাসা থেকে মতলবে ছেলের বাসায় আসেন। গত ১৪ এপ্রিল দিনগত মধ্যরাতে শ্বাসকষ্টসহ অন্যান্য উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়লে ঢাকায় হাসপাতালে নেয়ার পথে মারা যায়। বাড়ির মালিক ও এলাকাবাসীর দাবি তিনি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তবে পরিবারের দাবি তিনি হার্ট এ্যাটার্কে মারা গেছেন।

এ নিয়ে এলাকাবাসী ও মৃত ব্যক্তির পরিবারের মধ্যে বাকবিতন্ডা অব্যাহত রয়েছে। এলাকাবাসী মৃত মহিলার লাশ নিয়ে এলাকায় প্রবেশ করতে বাঁধা দেয়। পরে স্থানীয় চেয়ারম্যান ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

এদিকে গত রাতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম না মেনে ঐ মহিলার দাফন কাপন সম্পন্ন হয়। এ নিয়ে এলাকায় অসন্তোষ বিরাজ করছে। মৃত মহিলার পরিবারকে বাড়িতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ভবনের মালিক মোঃ কাফি মিয়া। আজ বুধবার সকালে বাড়িটি লকডাউন করা হয়েছে এবং ঐ বাড়িতে বসবাসরত সকল পরিবারকে স্বেচ্ছায় ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে বলে স্যানিটারি ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

১১ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ