Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে বিভিন্ন স্থানে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ৩:২১ পিএম

গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থানে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করছেন।

আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে মহাসড়কে একাধিক স্থানে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করে।

গাজীপুর শিল্প পুলিশ ইন্সপেক্টর শহীদুল্লাহ জানান, বকেয়া বেতন-ভাতার দাবিতে সিটি কর্পোরেশনের তিন সড়ক এলাকার ইন্টারম্যাক্স এবং স্টাইলক্রাফট পোশাক কারখানার শ্রমিকরা সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা কারখানার সামনে ঢাকা-গাজীপুর মহাসড়কে অবস্থান নেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মালিক পক্ষের সঙ্গে কথা বলেন। পরে ইন্টারম্যাক্স কারখানার কর্তৃপক্ষ ২০ এপ্রিল বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা তা মেনে নিয়ে ফিরে যায়। কিন্তু স্টাইলক্রাফট কর্তৃপক্ষ ২৭ এপ্রিল বেতন পরিশোধের ঘোষণা দিলেও শ্রমিকরা তা মেনে নেয়নি।

জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মালিকপক্ষকে খবর দেওয়া হয়েছে। আলোচনা করে বেতন পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ