Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাজ্যের এক-তৃতীয়াংশ চিকিৎসাকর্মী করোনায় আক্রান্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ২:৩৬ পিএম

যুক্তরাজ্যে প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন একের পর এক চিকিৎসক। সারাদেশে মোট যত স্বাস্থ্যকর্মী আছেন, তাদের এক তৃতীয়াংশই এখন আক্রান্ত করোনায়। মৃত্যুও হয়েছে অনেকের। সোমবার (১৩ এপ্রিল) সরকারের দেয়া তথ্যের বরাত দিয়ে সিএনএন এ খবর জানায়।

এই ঘটনার মধ্যে দিয়েই ইনটেনসিভ কেয়ার ইউনিটের স্বাস্থ্যকর্মীদের কাজের পরিবেশ ও সরঞ্জামের শোচনীয় অবস্থার কথা প্রকাশ পেয়েছে যুক্তরাজ্যে। যদিও এসবের কোনও কিছু নিয়েই গণমাধ্যমে মুখ খোলা বারণ চিকিৎসকদের।

বিশেষজ্ঞদের ধারণা ছিল, ১৪ থেকে ১৫ এপ্রিলের মধ্যে যুক্তরাজ্যে বড় আঘাত হানবে করোনাভাইরাস। এই সময়টাকেই বিশ্লেষকদের ভাষায় বলা হচ্ছে ‘পিক টাইম’। চিকিৎসা কর্মীরা এখনই হাড়ে হাড়ে টের পাচ্ছেন, কী তীব্র সংকটময় সময় এসেছে আশঙ্কা সত্যি করে। এখনই এক-একজন চিকিৎসক ১৩-১৪ ঘণ্টা করে কাজ করছে প্রতিদিন।
দেশজুড়ে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন ৯৩ হাজারেরও বেশি মানুষ। মৃত ১২ হাজার। এমনিতেই সারা দেশের চিকিৎসা ব্যবস্থা প্রায় ধসে যাওয়ার মুখে। তার উপরে একসঙ্গে এত ডাক্তার-নার্সের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় হাসপাতালগুলিতে কার্যত অসম্ভব পরিস্থিতি তৈরি হয়েছে। আইসোলেশন ওয়ার্ড উপচে পড়ছে। রোগী দেখার মানুষ নেই।
যুক্তরাজ্যের ‘ন্যাশনাল হেলথ সার্ভিস’ অবশ্য কয়েক দিন আগেও দাবি করেছে, স্বাস্থ্যসেবায় নিয়োজিতরা করোনাভাইরাসে কর্মক্ষেত্রে সংক্রমিত হচ্ছে কিনা সে বিষয়ে কোনও তথ্য নেই তাদের কাছে। কিন্তু স্বাস্থ্যকর্মীরা অভিযোগ করেছিলেন, সঠিক সুরক্ষার অভাবে অনেক কর্মীই ভুগছেন সংক্রমণে, মারাও যাচ্ছেন কেউ কেউ। এবার বড় সংখ্যায় সংক্রমণের খবর আসার পরে আর কোনও তথ্যই কারও অজানা রইল না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্যে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ