Inqilab Logo

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইতালিতে প্রথমবারের মতো কোরআন তিলাওয়াতের মাধ্যমে মৃতদের স্মরণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ১:৪৮ পিএম

প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে মৃতদের স্মরণ করতে প্রথমবারের মত ইতালিতে সরকারি পর্যায়ে কোরআন তেলাওয়াত করা হয়। সোমবার ইতালির কাপরি পৌরসভার আয়োজনে পৌর ভবন পালাচ্ছো দি মার্টিনির সামনে অন্য ভাষাভাষীদের সামনে এ তেলাওয়াত করা হয়।

মঙ্গলবার মারা গেছে ৬০২ জন। সোমবার এ সংখ্যা ছিল ৫৬৬ জন, রবিবার ৪৩১ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২১ হাজার ৬৭ জনে দাঁড়িয়েছে। এদিন নতুন আক্রান্ত ২ হাজার ৯৭২ জন। দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৩ হাজার ১৮৬ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৬৯৫ জন। চিকিৎসাধীন এক লক্ষ ৪ হাজার ২৯১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ৬২ হাজার ৪৮৮ বলে জানান নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি।

তিনি বলেন, জনগণকে সুরক্ষা দিতে সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। ফলে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৭ হাজার ১৩০ জন।
ইতালির ২১ অঞ্চলের মধ্যে লোম্বারদিয়ায় করোনার সবচেয়ে বেশি আক্রান্ত (মিলান, বেরগামো, ব্রেসিয়া, ক্রেমনাসহ) ১১টি প্রদেশ। আজ এ অঞ্চলে মারা গেছে ২৪২ জন, যা গতকালের চেয়ে কম। গতকাল সোমবার এ সংখ্যা ছিল ২৮০ জন। শুধু এ অঞ্চলেই মৃত্যুর সংখ্যা বেড়ে এগার হাজার ১৪২ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৬১ হাজার ৩২৬ জন। আজ মোট আক্রান্তের সংখ্যা ১০১২ জন। আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৪৩। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৭ হাজার ৮২১ জন।
ইতালির প্রাকৃতিক সৌন্দয্যময় দ্বীপ শহর কাপরির পিয়াচ্ছা মার্তিরিতে এ কোরআন তেলাওয়াতের আয়োজন করেন পৌর বিশপ এবং পৌর প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন- কাপরি মেয়র আলবের্তো বেল্লেল্লি; বিশপদের পক্ষে ভিকারিও জেনারেল মনসিনর কারোনায় মৃতদের স্মরণে বিভিন্ন ধর্মের পক্ষ থেকে প্রার্থনা ও সম্মান জানানো হয়।

মুসলিম কমিউনিটি হতে ইমাম মুরাদ সেলমি কোরআন তেলাওয়াত করেন, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এছাড়াও খ্রিস্টান, ইহুদি, চীন, রোমানিয়ান, মোলদাভিয়ান এবং শিখ সম্প্রদায়ের পক্ষে নিহতদের জন্য বিশেষ বাণী বা প্রার্থনা করা হয়। এ বিষয়টি সকলের কাছে পৌঁছে দিতে ‘ডিয়োসিসি ডি কারপি’ এবং ‘সিটি ডি কারপি’ ফেসবুক প্রোফাইলে ও বিভিন্ন ওয়েবসাইটে লাইভ প্রচার করা হয়েছিল।



 

Show all comments
  • Sahih ১৫ এপ্রিল, ২০২০, ৭:৫৪ পিএম says : 0
    ইতালিতে মুসলিম ,খ্রিস্টান, ইহুদি, চীন, রোমানিয়ান, মোলদাভিয়ান এবং শিখ সম্প্রদায়ের পক্ষে নিহতদের জন্য বিশেষ বাণী বা প্রার্থনা করা হয়
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইতালি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ