Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

যুক্তরাজ্যে নারী-পুরুষের বিয়ের হার সর্বনিম্ন পর্যায়ে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ১১:০৭ এএম

যুক্তরাজ্যে নারী ও পুরুষের বিয়ে কমতে কমতে সর্বনিম্ন পর্যায়ে এসে পৌঁছেছে। ২০১৭ সালে ইংল্যান্ড ও ওয়েলসে মোট ২ লাখ ৩৫ হাজার ৯১০ জন বিপরীত লিঙ্গের মানুষ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার আগের বছরের তুলনায় এটি ২.৮ শতাংশ কম। ১৯৭২ সালের তুলনায় এই সংখ্যা ৪৫ শতাংশ কম। দেশটির জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের (ওএনএস) বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।

ওএনএস’র কনক ঘোষ বলেন, বিপরীত লিঙ্গের মধ্যে বিয়ে করার হার এখন সর্বনিম্ন পর্যায়ে। ১৯৭০ সালের শুরুর দিক থেকে ধারাবাহিকভাবে সমাজে বিয়ের হার কমে আসছে। গত ৪০ বছরে এই হার এক-তৃতীয়াংশ হ্রাস পেয়েছে।২০১৭ সালে প্রতি ১ হাজার অবিবাহিত পুরুষের বিপরীতে ২১.২ টি বিয়ে হয়েছে। প্রতি ১ হাজার অনুর্ধ্ব ১৬ বছর বয়সী অবিবাহিত নারীর বিপরীতে ১৯.৫টি বিয়ে হয়েছে।

পুরুষের ক্ষেত্রে বিবাহিতদের গড় বয়স ৩৮, মেয়েদের ৩৫।
২০১৭ সালে বৃটেনে ৬৯৩২টি সমলিঙ্গের জুটি বিয়ে করেছেন। এদের মধ্যে ৫৬ শতাংশ মেয়ে জুটি, ৪৪ শতাংশ ছেলে জুটি। ১০৭২ টি জুটি তাদের পার্টনারশিপকে বিয়ে করেছেন। পরিসংখ্যানে আরও দেখা যায়, ২০১৭ সালে যত বিয়ে হয়েছে, সেগুলোর মধ্যে মাত্র ২২ শতাংশ ধর্মীয়ভাবে হয়েছে। ধর্মীয়ভাবে বিয়ের ক্ষেত্রেও এটি রেকর্ডের সর্বনিম্ন হার। ১৯৯২ সাল থেকেই সিভিল বিয়ের সংখ্যা ধর্মীয় বিয়ের সংখ্যার চেয়ে বেশি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্যে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ