Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ পর্যন্ত সুপারহিরো হতে পেরে তুষ্ট সালমা হায়েক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

আসন্ন চলচ্চিত্র ‘দি ইটারনালস’ অভিনেত্রী সালমা হায়েককে সুপাহিরো হবার সুযোগ করে দিয়েছে। মারভেল স্টুডিওসের ফিল্মটিতে মেক্সিকান-আমেরিকান অভিনেত্রীটি অ্যাঞ্জেলিনা জোলি, রিচার্ড ম্যাডেন, কিট হ্যারিংটন, জেমা চ্যান, কুমাইল নানজিয়ানি, ব্রায়ান টাইরি হেনরি, লরেন রিডলফ, লিয়া ম্যাকহিউ, ডন লি এবং ব্যারি কিউগানের সঙ্গে অভিনয় করবেন। টোটাল ফিল্মের সঙ্গে এক সাক্ষাতকারে তিনি জানান চলচ্চিত্রটিতে জোলি ছাড়া উপরোলি­খিত সবাই বিশেষ ক্ষমতাসম্পন্ন সুপারহিরোর ভূমিকায় অভিনয় করেছে। তিনি বলেন : “৫৩তে আমি অবশেষে সুপারহিরো হতে পেরেছি। আমি এজাকের চরিত্র করেছি, যে সুপারহিরো দলের প্রধান, আর এই দলের সদস্যদের ক্ষমতা আপনি কল্পনাও করতে পারবেন না। অ্যাঞ্জেলিনা তা নয়, সে পরে ইটারনাল দলে অন্তর্ভুক্ত হয়। “বাকি সবাই ভিন্ন ধরনের, সবাই সুপারহিরো, আর আমি হলাম তাদের নেতা। এটাই যথাযথ। নয় কেন? এতে আমার মনে হয় তারা ভিন্ন কিছু করছে, আর তাই তো সত্য,” তিনি আরও বলেন। মিলিয়ন বছর আগের পটভূমিতে ১৯৭৬ সালে জ্যাক কার্বির লেখা ‘দি ইটারনালস’ কমিকস সেলেসচিয়াল নামে এমন কিছু প্রাণীর গল্প যারা অতিমানবীয় ক্ষমতাসম্পন্ন মানুষ সৃষ্টির গবেষণা করে। গবেষণায় সৃষ্টি হয় কল্যাণকর ইটারনালরা আর খল ডেভিয়েন্টরা। ক্লোয়ি ঝাওয়ের পরিচালনায় নির্মিত ‘দি ইটারনালস’ ২০২১ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ