Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা ববির

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

করোনাভাইরাস সঙ্কট চলাকালে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নানা সহায়তা দেয়ার পদক্ষেপ গ্রহণ করেছে। কোনো শিক্ষার্থী করোনায় আক্রান্ত হলে তাকে যথাযথ সহযোগিতা এবং দুঃস্থ শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ে অতি সম্প্রতি জরুরি টেলি স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরুর পর এসব কর্মসূচি ঘোষণা করা হয়। বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস। তিনি জানান, করোনা পরিস্থিতিতে কোনো শিক্ষার্থী আর্থিক সঙ্কটে পরলে তাকে আপদকালীন সহায়তা দেয়া হবে। এজন্য নিজ নিজ বিভাগের শিক্ষকদের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে যোগাযোগ করতে হবে।
এ ব্যাপারে ভিসি ড. ছাদেকুল আরেফিন জানান, করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সদস্যের ব্যাপারে আমরা সজাগ আছি। ইতোমধ্যে টেলি স্বাস্থ্যসেবার মাধ্যমে সকলের চিকিৎসা বিষয়ক পরামর্শ প্রদান শুরু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ববি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ