Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভাবে আত্মহনন

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

করোনা পরিস্থিতিতে সৃষ্ট অভাব মোকাবেলায় ব্যর্থ এক অভিমানী বৃদ্ধ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। বৃদ্ধের নাম মোমতাজ উদ্দিন (৬১)। বাড়ি বগুড়ার ধুনট উপজেলার গোপাল নগর ইউনিয়নের গোছিয়াবাড়ী গ্রামে। গরীব হলেও এলাকায় তিনি একজন আত্মমর্যাদাশীল মানুষ হিসেবে পরিচিত ছিলেন। কখনোই কারো সাহায্য নিতে রাজী না হওয়ায় করোনা সৃষ্ট পরিস্থিতিতে কেউ তাকে সাহায্যের বিষয়টি আমলে নেয়নি। মোমতাজও কাউকে কিছু বলেননি।
এদিকে অভাবে জর্জরিত মোমতাজ কোনভাবেই কোন ধারকর্জ বা কাজ জোটাতে না পেরে আত্মহত্যাকেই যন্ত্রণা উপশমের উপায় ভেবে শনিবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় লাশ উদ্ধার করতে যাওয়া ধুনট থানার এস আই রুহুল আমিন এবং গোপাল নগর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার গোলাম মোস্তফা সাংবাদিকদের জানিয়েছেন, মুলত: অভাবের কারনেই লোকটা আত্মহত্যা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভাব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ