Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

করোনায় গৃহবন্দি: আত্মহত্যা করেছে এক ব্রিটিশ কিশোর

যুক্তরাজ্য সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২০, ৫:২৯ পিএম | আপডেট : ৫:৫৭ পিএম, ১০ এপ্রিল, ২০২০

বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারীর এ বৈরী হাওয়ায় বিভিন্ন দেশে চলছে লকডাউন। ফলে স্বেচ্ছায় গৃহবন্দি জীবন একঘেয়েমী মনে হচ্ছে অনেকের কাছে।যুক্তরাজ্যের ওয়েলসের দক্ষিণাঞ্চলের রনডা এলাকায় কিয়ান নামে এক কিশোর লকডাউনের কারণে গৃহবন্দি থেকে বিষন্নতায় ভোগে আত্মহত্যা করেছে।

তার মা জুলেন সাউথওয়ে বলেন,তার ছেলে অত্যন্ত বিনয়ী, ভদ্র ও চুপচাপ স্বভাবের ছিল। খবর ব্রিটিশ পত্রিকা মেট্রো নিউজের।

সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দেশব্যাপী লকডাউন ঘোষণা করার পর থেকে স্বেছায় গৃহবন্দি থেকে বিষন্নতায় ভোগতে থাকে তার ছেলে।বন্ধুদের সঙ্গে খেলতে যেতে না পেরে হাঁপিয়ে ওঠেছিল।বৃহস্পতিবার ( ৯ এপ্রিল ) ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তার মা আরও বলেন, কিয়ান সবার কথা ভাবতো। তার ছোট বোন ডার্সির খুবই প্রিয় ছিল কিয়ান। কিয়ানকে হারিয়ে পরিবারে এখন বইছে শোকের ছায়া। শোকাহত পরিবার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্যে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ